সঠিক উত্তর হচ্ছে: লর্ড ক্যানিং
ব্যাখ্যা: চর্লস জন ক্যানিং, ১ম আর্ল ক্যানিং KG GCB KSI PC (১৪ ডিসেম্বর ১৮১২ থেকে ১৭ জুন ১৮৬২), দ্যা ভিসি কাউন্ট ক্যানিং নামেও পরিচিত। ১৮৩৭ থেকে ১৮৫৯ সাল পর্যন্ত সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্ণর-জেনারেল ছিলেন। তিনি উপমহাদেশে ১ম কাগজী মুদ্রা চালু করেন।