সঠিক উত্তর হচ্ছে: পূর্ব
ব্যাখ্যা: ভোরবেলা সূর্য পূর্ব দিকে থাকে, কাজেই বের হওয়ার সময় সূর্য ছিল পূর্বদিকে, এরপর বামদিকে ঘুরলে উত্তরদিকে মুখ হয় এবং আবার ডান দিকে ঘুরলে পূর্বদিকে মুখ হয়। যেহেতু সময় উল্লেখ ছিল কয়েকমিনিট পরেই,এজন্য সূর্য তখনো পূর্ব দিকেই ছিল ধরে নেয়া হয়েছে।