সঠিক উত্তর হচ্ছে: জৈনুদ্দিন
ব্যাখ্যা: মধ্যযুগীয় অর্থাৎ ১৫ শতকের আরেক খ্যাতিমান কবি জৈনুদ্দিন। একটিমাত্র কাব্য ‘রসুলবিজয়’ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। সাহিত্যাঙ্গনে এখন পর্যন্ত প্রশংসনীয় হয়ে আছেন তিনি। শাহ মোহাম্মদ সগীর রসপ্রধান সাহিত্য যুগের উন্মোচন করলে তার অন্যতম অনুসারী হন জৈনুদ্দিন। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহর (১৪৭৪-১৪৮১ খ্রিস্টাব্দ) সভাকবি ছিলেন। সুলতান ছিলেন তার প্রধান পৃষ্ঠপোষক।