সঠিক উত্তর হচ্ছে: পন্ডিত জনোচিত উক্তি
ব্যাখ্যা: বিশেষণ দুই ভাগে বিভক্ত যথা - ১. নাম বিশেষন, ২. ভাবে বিষেষণ। গঠন অনুসারে নাম - বিশেষন তিন প্রকারের হতে পারে। যেমন - ১। একপদী বিশেষণ:২. সুবোধ বালক, সুখী পরিবার, নীল পাখি ইত্যাদি। ৩. যৌগিক বিশেষণ: কলম - পেশা কেরানী, পন্ডিত জনোচিত উক্ত ইত্যাদি। ১. বহুপদী বিশেষন: নাম না - জানা পাখি, নীল - বসন পরিহিতা বধু ইত্যাদি।