সঠিক উত্তর হচ্ছে: অমিত্রাক্ষর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এটি মূলত একটি কাব্যনাট্য। এর প্রধান চরিত্র জয়সিংহ, রঘুপতি,অপর্ণা। এই কাব্যনাট্যতে গোমতী নদীর কথা উল্লেখিত রয়েছে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]