সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হত তাকে কর্মধারায় সমাস বলে । বিশেষন ও বিশেষ্য পদে কর্মধারায় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে আসে । যেমনঃ সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ, অধম যে নর = নরাধম ইত্যাদি । [তথ্যসুত্রঃ বাংলা ভাষার ব্যকরণ - নবম দশম শ্রেনী - পৃষ্ঠা নং ৫৬]