সঠিক উত্তর হচ্ছে: Volatile Memory
ব্যাখ্যা: যে স্মৃতিতে কোন একটি তথ্য মুছে ফেলে ঐ জায়গায় নূতন তথ্য লেখা যায় এবং সেই তথ্য প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায় তাকে Random Access Memory বলে। তবে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার অফ/বন্ধ করলে এর তথ্য মুছে যায়। এটাকে রিড/রাইট বা ভোলাটাইল মেমোরিও (Volatile Memory) বলা হয় কারণ র্যাম চিপে তথ্য লেখাও যায় আবার এ থেকে তথ্য পড়াও যায়। [Source: www.wikipedia.org]