সঠিক উত্তর হচ্ছে: কর্তৃকারকে সপ্তমী
ব্যাখ্যা: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা- ই কর্তৃকারক। যেমন: বুলবুলিতে ধান খেয়েছে। এখানে কে ধান খেয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, বুলবুলিতে, তাই বুলবুলি কর্তৃকারক আর \"তে\" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্তৃকারকে ৭মী।