সঠিক উত্তর হচ্ছে: স্পষ্টভাষী
ব্যাখ্যা:
ঠোঁট কাটা-অর্থঃ \'স্পষ্টভাষী\' বা \'স্পষ্টবাদী\'।
ঠোঁট কাটা বলতে সেই ব্যক্তিকেই বোঝায়,যে নির্দ্বিধায় যেকোনো কথা অকপটে বলে দেয়;তো সে যদি কারো শুনতে তেঁতো-(বা খারাপ)-ও লাগে তবু সে তার সামনে সরাসরি উক্ত কথা বলতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না।