সঠিক উত্তর হচ্ছে: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যা: মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।\n\nমডেম (মড্যুলেটর ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটালতথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেতহিসেবে প্রেরণ করে।\nএর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া।\nট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।\n\n[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রকৌশলী মুজিবুর রহমান]