সঠিক উত্তর হচ্ছে: ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক জ্ঞানী-গুণী শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী চিকিৎসক, সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করে। এদের মধ্যে রয়েছেন – ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, সাহিত্যিক আনোয়ার পাশা, সাহিত্যিক মুনীর চৌধুরী, ডা. গোলাম মর্তুজা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সুরকার আলতাফ মাহমুদ, শহীদুল্লাহ কায়সার, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভীন, ডা. আজহারুল হক, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক সন্তোষ চন্দ্র, অধ্যাপক রশীদুল হাসান। শহীদ বুদ্ধিজীবীর স্মরণে আমরা প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করি।