সঠিক উত্তর হচ্ছে: এরিস্টটল
ব্যাখ্যা: এরিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হচ্ছে- -মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। -ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র। -আইন হলো পক্ষপাতহীন যুক্তি। -রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল। -মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি। -বল, শক্তি এবং লোভ-লালসার মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে বন্টিত।