সঠিক উত্তর হচ্ছে: ১৫ কিমি
ব্যাখ্যা:
ধরি রাজশাহীর দূরত্ব=x km
∴ক এর সময় লাগে= x/১০ ঘন্টা=৬০x/১০ মিনিট=৬x মিনিট।
খ এর সময় লাগে = x/15 ঘন্টা = ৬০x/১৫ মিনিট=৪x মিনিট।
সময় ব্যাবধান= ১০.১০−৯.৪০=৩০ মিনিট
∴৬x−৩০=৪x
বা,২x=30
∴x=১৫ কি.মি.
অর্থাৎ,রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দুরত্ব ১৫ কি.মি.