সঠিক উত্তর হচ্ছে: শামসুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা: ইলিয়াস শাহ ফিরোজাবাদের সিংহাসন অধিকারের মাধ্যমে উত্তর ও উত্তর-পশ্চিম বাংলার অধিপতি হন- ১৩৪২ খ্রিস্টাব্দে। ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন- ইলিয়াস শাহ ১৩৫২ খ্রিস্টাব্দে। দিল্লির শাসক ফিরোজ শাহ শাসক ইলিয়াস শাহের সাথে সন্ধি করে বাংলার স্বাধীনতা মেনে নেন। বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয়- ইলিয়াস শাহের শাসনামলে।