মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো নিম্নরূপঃ ১. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা । ২. গাণিতিক যুক্তির কাজ করা । ৩. গাণিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সঙ্গে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা । ৪. ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা ।