সঠিক উত্তর হচ্ছে: উপরের সবগুলো
ব্যাখ্যা: কোটি বছর পূর্বে গাছ গাছড়া, জীবজন্তু প্রভৃতি প্রচন্ড ভুমিকম্প বা কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাদা ও বালির বেশ গভীরে ঢাকা পড়ে। ভুল অভ্যান্তরে প্রচন্ড চাপে ও তাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভু অভ্যান্তর ভাগে অবস্থান করে। এদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় কারণ বায়োগ্যাস কৃত্রিম উপায়ে তৈরি করা হয়।