সঠিক উত্তর হচ্ছে: আয়নোস্ফিয়ার
ব্যাখ্যা:
ভূপৃষ্ঠের উপরের দিকে ৮০ কি.মি. থেকে ৫০০ কি.মি. পর্যন্ত স্তর হলো তাপমন্ডল।
তাপমন্ডলের নিচের অংশকে বলা হয় আনয়মন্ডল। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমন্ডলের বিভিন্ন আয়নে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।