সঠিক উত্তর হচ্ছে: অহি-নকুল
ব্যাখ্যা: যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজদ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন, বিরোধার্থক শব্দযোগে: দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।