সঠিক উত্তর হচ্ছে: স্প্যানিশ শব্দ থেকে
ব্যাখ্যা: মূলতঃ কিউমুলোনিম্বাস (ক্ষেত্রবিশেষে কিউমুলাস) মেঘ থেকে ঝুলন্ত অবস্থায় ফানেল বা হাতির শুঁড়ের মত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট ভূপৃষ্ঠের উপরে প্রচন্ডবেগে ঘূর্ণায়মান চলনশীল ঝড়কে টর্নেডো (Tornedo) বলে । \'Tornedo\' শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ \'Tornada\' থেকে, যার অর্থ বজ্রসম্পন্ন ঝড় ।