সঠিক উত্তর হচ্ছে: লৌহ
ব্যাখ্যা: আমরা জানি, পীড়ন বিকৃতির চেয়ে বেশি হলে স্থিতিস্থাপক গুনাঙ্কের মান বেশি। রবারে অল্প বল প্রয়োগ করে অধিক বিকৃতি পাওয়া যায় বলে এর স্থিতিস্থাপকতা ধাতব পদার্থের তুলনায় কম।এলুমিনিয়াম ও তামার তুলনায় লোহায় অধিক বলপ্রয়োগ করে অল্প বিকৃতি পাওয়া যায় বলে লোহার স্থিতিস্থাপকতা বেশি