সঠিক উত্তর হচ্ছে: ঐকদেশিক আধারাধিকরন
ব্যাখ্যা: সমীপ্য অর্থে ঐকদেশিক অধিকরণ হয়।
\nঐকদেশিক: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন -
\nঘাটে নৌকা বাঁধা আছে। (ঘাটের কাছে)\n\'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে। (দুয়ারের কাছে)\nরাজার দুয়ারে হাতি বাঁধা।