১৯৩৭ সালে ১৫ অক্টোবর লখনৌ শহরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এ.কে ফজলুল হক উর্দু ভাষায় বক্তৃতা দিয়ে লখনৌ বাসীদের হৃদয় জয় করে নেন। তাই লখনৌ বাসীরা তাকে শের-ই-বাংলা উপাধি দেন। সেই থেকেই তিনি শের-ই-বাংলা বা শেরে বাংলা নামে পরিচিত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।