প্রাণীর দেহকোষে (সোমাটিক সেল) মাইটোসিসকোষ বিভাজন হয়। ... মাইটোসিসবিভাজনে উৎপন্ন অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা হুবহু মাতৃকোষের অনুরূপ হয়, ফলে অপত্যকোষের বৈশিষ্ট্য অভিন্ন । মাইটোসিসকোষ বিভাজন দুই অংশে বিভক্ত - ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসেরবিভাজন ও সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমেরবিভাজন ।