বর্তমানে যাকাত খরচ করার স্থান ৪টি।
১. ফকির। অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট অল্প পরিমাণ জিনিসপত্র আছে কিন্তু নেসাব পরিমাণ নয়।
২. মিসকীন। অর্থাৎ এমন ব্যক্তি যার নিকট কিছুই নেই।
৩. ঋণগ্রস্থ। অর্থাৎ এমন ব্যক্তি যার দ্বায়িত্বে অপরের ঋণ রয়েছে এবং ঋণের অবিরিক্ত যে মাল আছে তা নেসাব পরিমাণ নহে
৪. মুসাফির। অর্থাৎ যে ব্যক্তি ভ্রমণাবস্থায় অর্থশূণ্য হয়ে গেছে তাকে তার প্রয়োজন অনুযায়ী যাকাত দেওয়া জায়েয আছে।