শিল্পায়ন এবং মনুষ্য কর্মকাণ্ডে বায়ুমণ্ডলের CO2 এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং CO2 শোষণকারী বৃক্ষরাজি নিধনের ফলেও নির্গত CO2 এর পরিমাণ ক্রমাগত বেড়েই চলছে। ফলে, বৈশ্বিক তাপমাত্রা অনবরত বেড়েই চলছে। সমগ্র বিশ্বব্যাপী তাপমাত্রার এই বৃদ্ধিকেই গ্লোবাল ওয়ার্মিং (Global warming)বলে।