যদি কেউ বাড়ী থেকে এমন স্থানে সফরের জন্য বের হয় যা তার বাড়ী বা বস্তি হতে ঐ স্থান তিন দিনের দূরত্বে, তাহলে কসর নামায পড়তে হবে। তিনদিনের দূরত্ব কিলোমিটার হিসেবে ৭৮ কিলোমিটার হবে। তাই বাড়ী থেকে ৭৮ কিলোমিটার দূরত্বে গেলে কসর করতে হবে। তবে শর্ত হল ১৫ দিনের কম থাকার নিয়ত করতে হবে।