মহানবী (সাঃ) এর অবর্তমানে সাহাবায়ে কেরামগণ যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, তখন তাঁরা এর সমাধান খুজে বের করার জন্য গবেষণা করতেন। প্রথমে কুরআন ও হাদীসে সমাধান খুঁজতেন। যখন কুরআন ও হাদীসে প্রত্যক্ষ সমাধান না পেতেন তখন কুরআন ও হাদীসের আলোকে স্বীয়মতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সমস্যার সমাধান করার নামই হলো ইজমা।