একসময় রেফ্রিজারেটরে শীতলকারক হিসেবে সিএফসি (CFC) গ্যাস ব্যবহার করা হত, যাদেরকে বাণিজ্যিকভাবে ফ্রেয়ন বলা হত। CFC এর মানে হচ্ছে ক্লোরো-ফ্লুরো কার্বন, যেগুলো আসলে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন ও ফ্লুরিন এর বিভিন্ন অনুপাতের গ্যাসের সামষ্টিক নাম। পরবর্তীতে এর ক্ষতিকর প্রভাব অনুধাবন করায় এবং বিকল্প আবিষ্কৃত হওয়ায় সিএফসি গ্যাসের বিকল্প হিসেবে এইচএফসি (HFC) গ্যাসের ব্যবহার কার্যকরভাবে এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, অ্যারোসলের শীর্ষক হিসেবে চিহ্নিত হয়েছিল। কিন্তু এই ধরনের গ্যাসেরও ক্ষতিকর প্রভাব থাকায় হাইড্রোকার্বন এবং অ্যামোনিয়া মাঝারি এবং উচ্চ তাপমাত্রায় শীতক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।