সাধারণত ফোড়া বা ব্রণ চুল্কানো বা হাতানো উচিত নয়। এতে করে ভেতর থেকে পুঁজ বা রক্ত বেরিয়ে মুখ বা দেহের অন্যান্য স্থানের ত্বকে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। কিছুদিন ধৈর্য ধরলে দেখা যায়, এমনিতেই সেগুলো শুকিয়ে যায়। তবে খুব বেশি ব্যথা করলে বা বাজে লাগলে, হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করে পরিষ্কার টিস্যু বা নরম কাপড়ে স্যাভলন লিকুইড বা ডেটলজাতীয় জীবাণুনাশক মিশিয়ে হাতের সরাসরি স্পর্শ ব্যতীত আস্তে আস্তে চাপ দিয়ে ফোড়া গেলে পরে পুরো মুখ ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে পারেন। নিয়মিত বাইরে থেকে ঘরে ফেরার পর ভালো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করলে ভালো ফলাফল পেতে পারেন।