বীর্য ঘন করার ঔষধঃ-
উপাদান - পরিমাণ
১/ এলাচী - ৩ তোলা
২/ সাদা মসলা - ৩ তোলা
৩/ পদ্মফুলের বীজ - ৩ তোলা
৪/ সমন্দরে সুক (গাছ বিশেষ) - ৩ তোলা
৫/ বকুল গাছের ছাল - ৩ তোলা
৬/ সাম্ভাল গাছের আঠা - ৩ তোলা
৭/ আঠঙ্গন গাছের বীজ - ৩ তোলা
৮/ মটরশুটি - ৩ তোলা
৯/ দারুচিনি - ৩ তোলা
১০/ ময়দা লাকড়ি ( গাছের শিকড় বিশেষ) - ৩ তোলা
১১/ শিমুল গাছের আঠা - ৩ তোলা
১২/ বাবলা গাছের পাতা - ৩ তোলা
১৩/ চিনি - পরিমাণমত।
যাদের ধাতু তরল ও পাতলা, তারা স্ত্রী সহবাসেও দুর্বল, সহবাসের সময় খুব দ্রুত ধাতু বের হয়ে যায়। এ রোগ অধিকাংশ লোকেরই। "পুশিদাহ্ রাজ" বইয়ের লেখক হাকীম মাওলানা আশরাফ আমরহবী বলেন, এ রোগের পঞ্চাশটি ঔষধের ব্যবস্থা রয়েছে। তন্মধ্যে উপরে একটি মাত্র ব্যবস্থাপত্র নিয়ে আলোচনা করা হলো। উপরোক্ত উপাদানসমূহ তিন তোলা করে বাবলা গাছের রসের সাথে মিশাবে। অতঃপর পরিমাণমত চিনি দিয়ে খামিরা বানাবে। দৈনিক এক তোলা পরিমাণ দুধের সাথে মিশিয়ে সেবন করবে।
--- বই - পুশিদাহ রাজ, লেখক- মুফতী হাকীম আমরহবী, ভারত।
অনূদিত গ্রন্থ - একান্ত গোপনীয় কথা, অনুবাদক - মাওলানা আবু বকর সিদ্দীক।