পায়ু পথে মিলনের সময় ভিতরে বীর্য পড়ছে ৷ এতে কোন সমস্যা হবে কি? প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা আছে কি?
প্রথমেই মোটাদাগে বলে নিচ্ছি -
পায়ুপথে মিলন শরীয়তে হারাম করা হয়েছে। এর থেকে অবশ্যই মুসলিম নারী-পুরুষের বিরত থাকা উচিত। তবে কেউ যদি পায়ুপথে মিলন করেই ফেলে, এবং ভেতরে তথা পায়ুপথের ভেতরে বীর্য পতিত হয়, তবে এর দ্বারা কোনো সমস্যা হবে না। তার প্রেগন্যান্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। মোটকথা সে প্রেগন্যান্ট হবে না। কেননা, পায়ুপথে বীর্য পতিত হলে তা বাচ্চাদানীতে পৌছায় না বা যায় না।
সুতরাং আপনার বর্ণিত সুরতে কোনো সমস্যা হবে না এবং এতে প্রেগন্যান্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই।