1 উত্তর
- প্রথম ভাষা মেশিন কোড, সেটা কম্পিউটার সবসময় জানে। কম্পিউটার সেভাবেই তৈরি। এই ভাষা লিখতে অন্য কোন ভাষা লাগত না, এখনো লাগে না। যেকোন প্রসেসরের স্পেসিফিকেশন দেখে তার জন্যে বাইট বাইট ইন্সট্রাকশন সাজিয়ে সেগুলোকে কম্পিউটারে ছেড়ে দিলেই কাজ হবে।
- মেশিন কোডের বাইরে প্রথম যে ভাষাটি (বা ভাষাগুলো) মানুষ ব্যবহার করত, সেগুলো লেখার কিছু নেই। সেগুলো শুধুমাত্র প্রোগ্রামারদের সাথে কম্পাইলারদের মনের ভাব আদান প্রদানের ভাষা। তার জন্যে একটা ডিকশনারি বানিয়ে নিলেই হলো।
- এখনো সবকিছু এরকম ডিকশনারি ধরেই হয়। শুধুমাত্র কম্পাইলারগন আর আগের মত নেই। আপনি যে ভাষাতেই লেখেন, সেটা দিনশেষে অনুবাদ হয়ে সেই মেশিন কোডই হবে।
- প্রোগ্রামিং ভাষা নিজে কোন প্রোগ্রাম নয়। এটা একটা গ্রামার মাত্র। এখন সেই গ্রামার মেনে আপনার লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার দায়িত্ব অন্য একটি প্রোগ্রাম বা মানুষ যে কেউই করতে পারে।