কাউন্টার স্ট্রাইক, ফার ক্রাই, অ্যাংরি বার্ডস এর মতো দুর্দান্ত সব গেমসের দুনিয়াতে যে কেউ হারিয়ে যাবে মুহূর্তের মধ্যে। গেমসে আকর্ষণ করার পিছনে যে জিনিষটি মুখ্য ভুমিকা পালন করে তা হল এর গ্রাফিক্স। একটা গেমের চমৎকার গ্রাফিক্স একজন গেমারকে সহজেই মুগ্ধ করে ফেলতে পারে। প্রতিটি গেমস তৈরির পিছনে থাকে অক্লান্ত পরিশ্রম। এর সাথে যে জিনিষটি প্রধান তাহলো গেমস ইঞ্জিন। এই গেমস ইঞ্জিন দিয়েই কোন গেমসকে ডেভেলপ করা হয়। এই পোস্টে আমরা এরকমই কিছু গেম ইঞ্জিন সফট্ওয়্যার সম্পর্কে জানবো যা গেম ডেভেলপারদের জন্য দারুণ উপকারি হবে।