কলিঙ্গদেশে প্রবল পরিমাণে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় এবং বন্যা পরিস্থিতির সাথে শুরু হয় অগনিত শিলাবৃষ্টি । অত্যন্ত বৃহদাকারের বড় বড় শিল একটানা প্রজাদের ঘর বাড়ির উপর পরতে থাকে ।
ভাদ্র মাসে গাছ থেকে যেমন করে তাল পরে, ঠিক তেমন ভাবেই আকাশ থেকে বৃহদাকারের শিল পরে বাড়ি ঘরের চাল সব চুরমার করে দেয় । শিলাবৃষ্টির এই মর্মান্তিক রূপ ও শিলের বিরাট আকৃতি বোঝাতেই কবি উল্লেখ্য প্রসঙ্গের কথা বলেছেন ।