বাংলায় মন্বন্তরের কারন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকারের তীব্র অর্থনৈতিক শোষনে অবিভক্ত বাংলায় ১৯৪৩ সালে (১৩৫০ বঙ্গাব্দ) এক ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়। এই মন্বন্তর বাংলাকে শ্মশানে পরিনত করে। এর বিভিন্ন কারন ছিল
১। খাদ্য উৎপাদন কমে যাওয়া
২। খাদ্য সরবরাহ ব্যহত
৩। বার্মা থেকে চাল আমদানি ব্যহত
৪। জাপানি আক্রমনের আশঙ্কা
৫। চার্চিলের ভূমিকা
৬। সেনার জন্য খাদ্য রপ্তানি
৭। বানিজ্য গন্ডি
৮। মজুতদারি
৯। সংকটের উপেক্ষা
ফলাফল
১। ব্যপক প্রাণহানি
২। অর্থনৈতিক বিপর্যয়
৩। মানবিক বিপর্যয়
৪। কমিশন গঠন
৫। সাহিত্য সৃষ্টি
৬। মূল্যায়ন