যাকে 'অসম চুক্তি' বা 'বৈষম্যমূলক চুক্তি' বলে। বৈশিষ্ট্য:- (i) অসম চুক্তি গুলি চীনের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রতিষ্ঠিত হওয়ায় এগুলি ছিল একতরফা। (ii) এই চুক্তির ধারা বিদেশি শক্তি গুলি চীনে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে। (iii) এই চুক্তিতে প্রকৃতপক্ষে চীনের সার্বভৌমত্বে আঘাত করে।