মার্কিন যুক্তরাষ্ট্র চিনে আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে দুর্বল চীনের ওপর ওয়াং ঘিয়ারের অসম চুক্তি চাপিয়ে দেয়। ( 3- জুলাই 1844 খ্রি:) (i) এই চুক্তি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র চীন অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা ভোগ করে। (ii) চুক্তি বন্দর গুলিতে বসবাসকারী বিদেশীরা আইনগত ও বিচারবিভাগীয় বিষয়ে স্বাধীনতা লাভ করে।