(১) ব্রিটিশ প্রভুত্ব→ পলাশীর যুদ্ধে জয়লাভ করে বাংলা তথা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সম্ভাবনা দেখা দেয় তা বক্সার যুদ্ধে জয় লাভ করে তাকে বাস্তবায়িত করে। (২) ভারতীয় শাসকদের অযোগ্যতা→ পলাশীর যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু বক্সারের যুদ্ধে বাংলার নবাব,অযোধ্যার নবাব,ও মোগল সম্রাট একসাথে পরাজিত হন