১. অপারেটিং সিস্টেম, ব্রাউজার কিংবা অন্যান্য সফটওয়্যার যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করতে হবে। এই আপডেট কয়েকদিন পরপর করতে পারলে অনেক ভালো। অন্যদিকে অপারেটিং সিস্টেম কিংবা অন্যান্য অ্যাপকে অটো আপডেট দিয়ে রাখলে সেটা খুব কার্যকর হয়।
২ সাইবার অপরাধীরা নিরাপত্তায় হুমকি সৃষ্টির জন্য ব্যবহারকারীদেরকে বিভিন্ন বিষয় পাঠিয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের ফাইল, লিংক ইত্যাদি। আর এগুলো ওপেন করার সঙ্গে সঙ্গেই একজন ব্যবহারকারীর কম্পিউটার ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়। তাই কোনও ই-মেইলের প্রেরক যদি আপনার পরিচিত না হয় তবে তা ওপেন না করে ডিলিট করে দিতে হবে