আমি অতীতের একটি ঘটনা জেনেছিলাম পাকিস্তান এবং ভারতের মধ্যেকার অস্থিরতার সময়। তৎকালীন পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খান ভারতের গনপ্রতিনিধি ইন্দিরা গান্ধিকে বলেছিলেন যে তিনি নিজেই মাঠে নেমেছেন যুদ্ধে অন্যদিকে ইন্দিরা গান্ধি পর্দার আড়ালে থেকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। বিষয়টি জনসমাজে বিভিন্নভাবে দেয়া হয়েছিল। তখন অনেকে কথাটির বাহবা দিয়েছে, আবার অনেকে বলেছে আইয়ুব খানের চাকরিই যুদ্ধ বাধলে সেখানে ঝাঁপিয়ে পড়া যার কারণে তাকে বেতন দেওয়া হয় ইত্যাদি। আবার হিটলারকেও যুদ্ধের ময়দানে দেখা গেছে কারণ তারও ব্যাকগ্রাউন্ড ছিল আইয়ুব খানের মতো।