কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে মুলত কম্পিউটারের মাধ্যমে ছবি তৈরি করা। এ শব্দটি প্রথম ১৯৬০ সালে কম্পিউটার গ্রাফিক্স গবেষক ভার্ন হাডসন এবং উইলিয়াম ফেটার ব্যবহার করেন। বর্তমানে, ডিজিটাল ফটোগ্রাফি, ফিল্ম (CGI), ভিডিও গেম, সেল ফোন, কম্পিউটার ডিসপ্লে এমনকি অনেক অ্যাপ্লিকেশনের একটি মুল প্রযুক্তি এ কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স আমাদের দেশে মুলত কম্পিউটার গেমকে বুঝানো হয়ে থাকলেও মুলত এ প্রযুক্তি ইউজার ইন্টারফেস ডিজাইন, স্প্রাইট গ্রাফিক্স, রেন্ডারিং, রে ট্রেসিং, জ্যামিতি, কম্পিউটার অ্যানিমেশন, ভেক্টর গ্রাফিক্স, 3D মডেলিং, শেডার, জিপিইউ বা গ্রাফিক্স কার্ড ডিজাইন, ভিজুয়ালাইজেশন, ইমেজ প্রসেসিং, ফটোগ্রাফি অর্থাৎ আমরা ডিজিটাল বা কম্পিউটারাইজড কোন মেশিনে রঙ্গিন যা দেখতে পাই তাই মুলত কম্পিউটার গ্রাফিক্স।