এটি একটি কোয়ান্টাম ফিজিক্স এর ফিকশনাল কন্সেপ্ট থিওরি। এটি মুলত আমাদের নরমাল ইউনিভার্স এর মতোই কিন্তু বিভিন্ন কোয়ান্টাম ইভেন্টের ভিন্নতার কারনে আমাদের ইউনিভার্স থেকে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে আমাদের ইউনিভার্সের সাথে সহাবস্থান করে। সহজ ভাবে বললে, আজকে আমার যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তাহলে এখানে আমি দুটি কাজ করতে পারি, ইচ্ছেটাকে চেপে ধরে নরমাল খাবার খেতে পারি অথবা দোকানে গিয়ে বিরিয়ানি খেতে পারি। তো আমি ধরলাম আমি দোকানে গিয়ে বিরিয়ানি খেয়েছি। এখানে আমি একটি সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি যদি বিরিয়ানি না খেয়ে নরমাল খাবার খেতাম তাহলে কি হত? এই প্রশ্নটি থেকেই ব্রাঞ্চ এর সৃষ্টি হয়। প্রতিটি ব্রাঞ্চকে একটি ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করলে একটি ওয়ার্ল্ডে আমি বিরিয়ানি খেয়েছি অন্যটিতে আমি নরমাল খাবার। যাকে আমরা মাল্টিভার্স বলে থাকি। এর খুব সুন্দর একটি ভিজুয়ালাইজেশন DC এর অ্যানিমেটেড মুভি Justice League: The Flashpoint Paradox