না, মাদারবোর্ড স্লো হয়ে যায় না বরং এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, যা পিসিকে স্লো-ডাউন করে দিতে পারে। তবে মাদারবোর্ড এর VRM যদি CPU কে পর্যাপ্ত পরিমান শক্তি দিতে না পারে তাহলে CPU এর কাজের হার কমে যাবে, যা পিসিকে স্লো করে দিবে। আপনি যদি মাদারবোর্ড স্লো দ্বারা তাই বুঝিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে হ্যাঁ মাদারবোর্ড স্লো বা কর্মক্ষমতা কমে যেতে পারে।