যখন জ্বর হয় তখন শরীরের তাপমাত্রা(১০০-১০৪ ডিগ্রী সেন্টিগ্রেড) বেড়ে যায় কিন্তু আমাদের চারপাশের তাপমাত্রা অর্থাৎ পরিবেশের তাপমাত্রা (২৫-৩৫ডিগ্রী সেন্টিগ্রেড)যা শরীরের তুলনায় অনেক কম থাকে। শরীর এবং পরিবেশের তাপমাত্রা সাম্যাবস্থায় ফিরে আসতে চায় তাই শরীর থেকে পরিবেশ বা পারিপার্শিক অবস্হা তাপ গ্রহন করে। আর আমরা জানি যে বস্তু তাপ হারায় বা বর্জন করে সেটি আস্তে আস্তে শীতল হতে থাকে। তাই আমাদের ঠান্ডা / শীত অনুভব হয়।