1) হ্রদের জল সেচকাজে ব্যবহার করা হয় এবং পর্যটন ও বিনোদন ক্ষেত্র , মৎস্য আহরণ ক্ষেত্র হিসেবে হ্রদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । 2) অতিরিক্ত জলকে জলাশয়ে ধরে রেখে বন্যা প্রতিহত করা হয় , যা বাস্তুতন্ত্র তৈরি ও জীববৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করে । 3) খালের জলকে সেচের কাজে ব্যবহার করা হয় , খালের মাধ্যমে কৃষিজাত ও শিল্পজাত পণ্য পরিবহণ করা হয় । খালে মাছ চাষ করে অনেকে জীবিকা নির্বাহ করে ।