ভারতের উত্তর – পূর্বাঞ্চলের অধিবাসীরা পর্বতের ঢালে বনজঙ্গল পুড়িয়ে চাষাবাদ করে । পরবর্তীতে জমি অনুর্বর হয়ে পড়লে অন্য স্থানে একইভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকে । একে স্থানান্তর কৃষি বা উত্তর – পূর্ব ভারতে ঝুমচাষ বলে ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।