গ্রামীণ জনসাধারণের আর্থ – সামাজিক অবস্থার উন্নতির উদ্দেশ্যে পরিবেশের সুস্থতা , জীবজগতের ভারসাম্য রক্ষা , সরকারি বা বেসরকারি উদ্যোগে রাস্তার দু’ধারে , নদীর তীরবর্তী এলাকায় , রেললাইনের ফাঁকা জমিতে , পতিত জমিতে বৃক্ষরোপণের উদ্যোগকে বলা হয় সামাজিক বনসৃজন ।