অক্টোবর – নভেম্বর মাসে মকরক্রান্তীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয় । ফলে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু ও দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ুর সংঘর্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় । আশ্বিন মাসে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বলে একে আশ্বিনের ঝড় বলে ।