উত্তর – পশ্চিম ভারতে মে – জুন মাসে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর থেকে বয়ে আনে । এই জলীয় বাষ্পের ফলে ঘন মেঘ , বজ্র – ঝড় মুষলধারে হঠাৎ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটায় , একে মৌসুমি বিস্ফোরণ বলে ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।