ভারত ক্রান্তীয় – উপক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত এক সুবিশাল বৈচিত্র্যপূর্ণ দেশ । সামগ্রিকভাবে ভারতবর্ষের জলবায়ু মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত । যথা — উত্তর – পূর্ব ও দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা ভারতের জলবায়ু নিয়ন্ত্রিত হয়ে থাকে । তাই ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয় ।